নগ্ন হয়ে গ্র্যামির লাল গালিচায় বিয়াঙ্কা, বিতর্কে তারকা দম্পতি
বিনোদন ডেস্ক || দিনবদল
মার্কিন র্যাপার কানইয়ে ওয়েস্টকে নিয়ে যেন বিতর্কের শেষ নেই। কয়েক দিন আগেই স্ত্রীর গোসলের ভিডিও প্রকাশ্যে এনে রীতিমত হৈচৈ ফেলেছিলেন তিনি। এবার গ্র্যামির লালগালিচায় কানইয়ে ও তার স্ত্রী মডেল কে নিয়ে তৈরি হলো নতুন বিতর্ক।
আজ সোমবার বাংলাদেশ সময় সকালে লস অ্যাঞ্জেলেসে বসেছিল ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। সেখানেই স্ত্রী বিয়াঙ্কার সঙ্গে লালগালিচায় হাজির হন কানইয়ে। তার স্ত্রী বিয়াঙ্কার পরনে ছিল কোট। কিছুক্ষণ পর বিয়াঙ্কা কোট খুলে ফেলেন। তবে ত্বকের রঙের ছোট পোশাক ছিল তার শরীরে। তার এমন কাণ্ড দেখে উপস্থিত সবাই ধাক্কা খান। এই ঘটনার পর অনুষ্ঠানে আর দেখা যায়নি তাদের।
একজন শারীরিক ভাষা বিশেষজ্ঞের মতে, শক্তিশালী হিটমেকার মডেলের সম্পূর্ণ নগ্ন চেহারার জন্য তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল।
কানইয়ে ও বিয়াঙ্কার ছবি ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। শুরু হয়েছে প্রবল বিতর্ক। অনেকেই কানইয়ে ও বিয়াঙ্কার সমালোচনা করেছেন। তবে এ নিয়ে এই তারকা দম্পতির বক্তব্য পাওয়া যায়নি। সূত্র: ডেইলি মেইল।
দিনবদলবিডি/Md. Rahat Hossain