রোজা রাখতে না পারলে বৃদ্ধরা কি করবে?

দিনবদল ডেস্ক || দিনবদল

প্রকাশিতঃ দুপুর ১২:৩৭, সোমবার, ৩ মার্চ, ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩১
ফাইল ফটো

ফাইল ফটো

প্রশ্ন: বার্ধক্যজনিত কারণে কেউ যদি রোজা না করতে পারে তার হুকুম কি?

উত্তর: শরিয়তের বিধান হল, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তিনি সিয়াম পালনে সক্ষম নন– অতিশয় বৃদ্ধ হওয়ার কারণে অথবা এমন অসুস্থ হওয়ার কারণে যার আরোগ্য লাভের আশা করা যায় না, তার উপর রোজা ফরজ নয়। 

তিনি রোজা ভঙ্গ করতে পারবেন এবং প্রতিদিনের বদলে একজন মিসকিনকে সদকায়ে ফিতরের সমান খাবার দিবেন অথবা সকাল-সন্ধ্যা পেট ভরে তাকে খানা খাওয়াবেন।

কেননা আল্লাহ তা‘আলা বলেছেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর। নির্দিষ্ট কয়েক দিন। তবে তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবে, কিংবা সফরে থাকবে, তাহলে অন্যান্য দিনে সংখ্যা পূরণ করে নেবে। আর যাদের জন্য তা কষ্টকর হবে, তাদের কর্তব্য ফিদিয়া তথা একজন দরিদ্রকে খাবার প্রদান করা। 

অতএব যে ব্যক্তি স্বেচ্ছায় অতিরিক্ত সৎকাজ করবে, তা তার জন্য কল্যাণকর হবে। আর সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানতে। (সূরা বাক্বারাহ ১৮৩-১৮৪)

ইমাম বুখারী (৪৫০৫) ইবনে আব্বাস (রা.) হতে বর্ণনা করেছেন যে- তিনি বলেছেন, এ আয়াতটি মানসুখ (রহিত) নয়,বরং আয়াতটি অতি বৃদ্ধ নর ও নারীর ক্ষেত্রে প্রযোজ্য- যারা রোজা পালনে অক্ষম। তারা প্রতিদিনের পরিবর্তে একজন মিসকিনকে খাওয়াবেন।

দিনবদলবিডি/Saif Nasir

সর্বশেষ

পাঠকপ্রিয়