শাহরুখ খান

৬০ বছর হতে চলল কিন্তু আমি দেখতে এখনো ৩০

বিনোদন ডেস্ক || দিনবদল

প্রকাশিতঃ বিকাল ০৪:০০, সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ২০ মাঘ ১৪৩১
ফাইল ফটো

ফাইল ফটো

পর্দায় শাহরুখ খানের জাদুকরি পারফরম্যান্স যেমন ভক্তদের ভরপুর বিনোদন দেয়, তেমনি বিভিন্ন অনুষ্ঠান বা সাক্ষাৎকারে তাঁর কথা শোনাও বড় অভিজ্ঞতা। সব সময়ই স্বভাবসুলভ রসিকতায় আসর জমিয়ে তোলেন শাহরুখ। গতকাল রোববারও এর ব্যতিক্রম হলো না। দুবাইয়ে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড তারকা, সেখানে তাঁর বক্তব্য রীতিমতো ভাইরাল।

খবর হিন্দুস্তান টাইমসের

চলতি বছরের ২ নভেম্বর ৬০ বছরে পা দেবেন শাহরুখ খান। কিন্তু পর্দায় তাঁর অ্যাকশন দেখে কে বলবে! গতকালের অনুষ্ঠানে নিজের বয়স নিয়েও মজা করেছেন শাহরুখ। তাঁর ফ্যান ক্লাবের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে।

শাহরুখ খান। এএফপি

সেখানে অভিনেতাকে বলতে শোনা যায়, ‘চলতি বছরই আমার বয়স ৬০ হবে কিন্তু কে বলবে! আমি দেখতে এখনো ৩০-এর মতো। আপনাদের বলি, কিছু বিষয় ভুলে থাকতে হয়।’ তাঁর এ বক্তব্যের পর ভক্তদের মুহুর্মুহু করতালি শোনা যায়।

একই অনুষ্ঠানে তিনি কথা বলেন তাঁর পরবর্তী ছবি ‘দ্য কিং’ নিয়ে। এমনিতে শাহরুখকে বলা হয় ‘কিং খান’। তাঁর এই উপাধির সঙ্গে কি সিনেমার নামের যোগ আছে? মৃদু হেসে অভিনেতা স্বীকার করে নেন।

শাহরুখ খান। এএনআই

শুরুতে শোনা গিয়েছিল ছবিটি নির্মাণ করছেন সুজয় ঘোষ, কিছুদিন আগে পরিচালক বদলের কথা চাউর হয়। গুজব রটে, সুজয় নন বরং ‘পাঠান’ নির্মাতা সিদ্ধার্থ আনন্দ ছবিটি বানাবেন। গতকালের অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শাহরুখও খবরটি নিশ্চিত করেন।

শাহরুখ জানান, ছবিটির শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। কাজ চলছে পুরোদমে। তিনি বলেছিলেন, ‘আমি এখন মুম্বাইয়ে শুটিং করছি। আমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ খুব দারুণ। আমি আপনাদের এ বিষয়ে নিশ্চিত করতে পারি যে ছবিটি “পাঠান”-এর মতোই আনন্দ দেবে। আপনারা দেখে অনেক মজা পাবেন।’

অভিনেতা তাঁর অনুরাগীদের আরও বলেন, ‘আমি কঠোর পরিশ্রম করছি। সিদ্ধার্থ আনন্দের সঙ্গে পুরো টিম খুব কঠোর পরিশ্রম করছে। আমরা সবাইকে একটা ভালো ছবি উপহার দিতে পারব বলে আশা রাখি। এই ছবি সবাইকে আনন্দ দেবে।’
এই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করবেন তাঁর কন্যা সুহানা খান। ছবিটিতে খলচরিত্রে দেখা যেতে পারে অভিষেক বচ্চনকে।
 

দিনবদলবিডি/Md. Rahat Hossain

সর্বশেষ

পাঠকপ্রিয়