বরিশালের হাতাহাতির পর যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা
দিনবদল ডেস্ক || দিনবদল
বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরীর ৩ নং ওয়ার্ড কাউনিয়া হাউজিং এলাকায় তুষ্ট ঘটনা কেন্দ্র করে সুরুজ গাজী (৩০) নামের এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নয়ন গাজি নামক আরেকজনকে কুপিয়ে আহত করা হয়েছে। আজ রোববার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ওসির নাজমুল নিশাত এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সুরুজ ওয়ার্ড যুবদলের কর্মী এবং হাউজিং এলাকার কাঞ্চন গাজীর ছেলে। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত নয়ন গাজী কাউনিয়া হাউজিং এলাকার তসলিম গাজীর ছেলে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, হাউজিং এলাকার বাসিন্দা শাহীন ওরফে সোনা শাহীনের সঙ্গে যুবদল কর্মী সুরুজের রোববার রাতে হাতাহাতি হয়। এর কিছুক্ষণ পর শাহীনের নেতৃত্বে তার ছেলে ইমনসহ সহযোগীরা দেশিয় অস্ত্র নিয়ে সুরুজকে কুপিয়ে জখম করে। এ সময় সুরুজকে রক্ষায় নয়ন এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুরুজকে মৃত বলে ঘোষণা করেন। আহত নয়ন হাসপাতালে চিকিৎসাধীন হয়েছে।
কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
দিনবদলবিডি/Saif Nasir