বিড়ালকে লাথি মেরে হত্যার ঘটনায় ঢাকার আদালতে মামলা

দিনবদল ডেস্ক || দিনবদল

প্রকাশিতঃ বিকাল ০৫:২৭, বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩১
ফাইল ফটো

ফাইল ফটো

ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মনসুরের পোষা বিড়ালকে হত্যার অভিযোগে মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা আকবর হোসেন শিবলুর নামে ঢাকার আদালতে মামলা হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম. ফারহান ইসতিয়াকের আদালতে ‘পিপলস ফর এনিমেল ওয়েলফেয়ারে’র পক্ষে নাফিসা নওরীন চৌধুরী বুধবার (৫ ফেব্রুয়ারি) এ মামলার আবেদন করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে এ বিষয়ে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের ৯ম তলার মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে ফুটবলের মতো লাথি মারছেন। লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও পা দিয়ে পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করেন।

দিনবদলবিডি/Saif Nasir

সর্বশেষ

পাঠকপ্রিয়